ভারতের নির্বাচনে নুসরাত-মিমির বাজিমাত

বিনোদন

ভারতের লোকসভা নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট। তবে পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান ধরে রেখেছে মমতার তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২৩ আসনে, বিজেপি ১৮ আসনে এবং কংগ্রেস ১ আসন।

 

চনের ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তিন তারকা প্রার্থী দেব ওরফে দীপিক অধিকারি, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। সর্বশেষ খবর অনুযায়ী, প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত। অন্যদিকে যাদবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। ওই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

ভোট গণনার শুরুতে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের চেয়ে পিছিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী দেব। কিন্তু পরে ভারতী ঘোষকে পেছনে ফেলে দেব ফের এগিয়ে গেছেন। যাদবপুরে মিমি চক্রবর্তী এগিয়ে আছেন ৮২ হাজারের বেশি ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনুপম হাজরা বলেন, গণনার নামে চলছে প্রহশন। News24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *