বৃষ্টিতে খেলা পন্ড হলে শিরোপা বাংলাদেশের।

খেলাধুলা

 

বৃষ্টির কারণে খেলা পণ্ড হলে বাংলাদেশই শিরোপা জিতবে। টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট আয়ারল্যান্ড এই তথ্য জানিয়েছে। কারণ গ্রুপপর্বে তিনটি জয় নিয়ে বাংলাদেশই সবচেয়ে এগিয়ে ছিল। সে ক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজ বাদে এই প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১৩১। বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা। একটি শিরোপার জন্য বহু দিনের অপেক্ষা বাংলাদেশের। আজ আরেকটি ফাইনাল খেলছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুরুটা ভালো হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর সুনীল আমব্রিসের ব্যাটিংয়ে বেশ দিশেহারা বাংলাদেশ। ২১তম ওভারে বাংলাদেশের বোলারদের স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছে ম্যালাহাইডে।

সপ্তম ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান। ক্রিজে রয়েছেন শাই হোপ ও সুনিল অ্যামব্রিস। ইতিমধ্যে ৫১ বলে হাফসেঞ্চুরি করেছেন ক্যারিবীয় এই ওপেনার শাই হোপ। অন্যপ্রান্তে সুনিল অ্যামব্রিস ৫৭ বলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন।

বোলিংয়ের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং নেমে মেঘলা আবহাওয়ার সুবিধা পেয়েছেন মাশরাফি মুর্তজা ও মোহাম্মদ সাইফউদ্দিন। যে কারণে নতুন বল তুলে নিয়ে এই দুই পেসার শুরু থেকেই চাপে রাখেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও সুনিল অ্যামব্রিসকে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সাতটি ফাইনাল খেলেছে। কিন্তু ফাইনালে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মাশরাফি-সাকিব-মুশফিকদের। তবে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের এই ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে আছে টিম বাংলাদেশ। তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে মাশরাফি বাহিনী। তামিম-লিটন-সৌম্য-সাকিব সবাই আছেন ফর্মে। সিরিজের আগের দুই ম্যাচেই উইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাই এগিয়ে থাকবে রোডস বাহিনীই। সবাই ফর্মে থাকায় দলগঠনে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্ত্তোজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনিল অ্যাব্রিস, শাই হোপ, ড্রারেন ব্র্যাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক) , ফাবিয়ান এলিন, অ্যাসলি নার্স, কোমার রোচ, র‍্যামন রাইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

ফাইনালের একাদশে সাকিব নেই

ইনজুরিতে সাকিব আল হাসান। সে কারণে আজকের খেলা নিয়ে তার ব্যাপারে সংশয় ছিল। কেননা আগে থেকেই জানা গিয়েছিল সাকিব আল হাসানের ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তাই ফাইনাল ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিল একদমই কম। তবু যেটুকু আশা ছিল তা উড়িয়ে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস করতে নেমে জানিয়ে দিয়েছেন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে বাইরে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।

এদিকে আইরিশদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া লিটন দাসের জায়গায় সৌম্য সরকার, আবু জায়েদ রাহীর বদলে মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বদলে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।সূত্রে: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *