পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি মসজিদে বন্দুক হামলায় ১৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয় বলে শনিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, একদল বন্দুকধারী ওউদালান প্রদেশের স্যালমোসির গ্রান্ড মসজিদে হামলা চালায়। ১৬ জনের মধ্যে ১৩ জন ঘটনাস্থলে মারা যান এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরও তিনজন নিহত হন। এতে আরও দুজন আহত হন।
কারা কী কারণে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। সেখানে জঙ্গি হামলা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হয় সেখানে। গত সেপ্টেম্বরেই এক হামলায় ৬০ জন নিহত হন।