সৌদি আরবে গাছে বেঁধে গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিশ্ব সংবাদ

সৌদি আরবে এক গৃহকর্মীকে টানা রোদে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার গৃহকর্তার বিরুদ্ধে। নির্যাতিত ওই নারী একজন ফিলিপাইনের নাগরিক। ফার্নিচার রোদে রাখার অপরাধে লাভলি অ্যাকোস্টা বারিওলি (২৬) নামের ওই গৃহকর্মীকে এভাবে রোদে গাছের সাথে বেঁধে রাখা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইল মেইলের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সৌদি আরবে নিয়োগকর্তার হাতে গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। দেশটিতে বাংলাদেশ, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ নারী কর্মরত রয়েছেন যারা প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়ে আসছেন।ফিলিপাইনের পররাষ্ট্রবিষয়ক দপ্তর (ডিএফএ) বলেছে, ঘটনাটি তাদের অবগত করা হয় এবং দুই সন্তানের মা লাভলিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করা হয়। ডিএফএর একজন মুখপাত্র বলেন, নির্যাতনের শিকার গৃহকর্মী লাভলি সৌদি আরব থেকে ৯ মে ম্যানিলায় পৌঁছেছেন।

লাভলির এক সহকর্মী নিজ দেশে ফিরতে সাহায্য চেয়ে বলেছেন, ছোটখাটো ভুল হলেই তাঁদের নিয়োগকর্তারা তাঁদের ওপর চরম নির্যাতন চালান। লাভলি নামের ওই নারী যেদিন নির্যাতনের শিকার হয়েছিলেন সেদিন তার ‘অপরাধ’ ছিলো তিনি নাকি আসবাবপত্র বাড়ির বাইরে রোদে ফেলে রেখেছিলেন। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনা হয়।

ফিলিপাইনের লা ইউনিয়নে নিজের বাসায় ফেরার পর লাভলি চলতি সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।তিনি বলেন ‘আমাকে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। সৌদিতে থাকা অন্য ফিলিপিনো নারীদের নিজ দেশে ফিরিয়ে আনতেও সাহায্য চাই। নির্যাতনের সময় আমার ছবি তুলেছিলেন স্বদেশি এক সহকর্মী। এখন আমি তাঁদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত।’ সূত্রে:- probasibanglanews

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *