বাল্যবিবাহ রোধে ৩৩৩ দুর্নীতির বিরুদ্ধে ১০৬ নম্বরে কল করুন জেলা প্রশাসক আবুল ফজল মীর

কুমিল্লা
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ বাল্যবিবাহ রোধে ৩৩৩ ও দুর্নীতির বিরুদ্ধে ১০৬ নম্বরে কল করার জন্য সকলকে  আহবান জানান কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। কুমিল্লার মুরাদনগরে  সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মাননীয়  প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং গুজব, মাদক,  বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন যে কোন সময়  বাংলাদেশ পুলিশের সহযোগীতা পেতে ৯৯৯ নম্বরে কল করুন। সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল  আলম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল,  জেলা সহকারি কমিশনার (গোপনীয় শাখা) আশরাফ আলী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মোঃ নাহিদ আহাম্মেদ, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান কামাল  উদ্দিন। জেলা তথ্য অফিসের ঘোষক আব্দুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র  জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতার ছেলে ও অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল মঈন শামীম, জেলা পরিষদের সদস্য  ভিপি জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার,  প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আবুল  হাসেমসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অত্র বিদ্যালয়ের শিক্ষক
শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে ১৬ টি ভূমিহীন পরিবারকে কবুলীয়তনামার দলিল প্রদান করা  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *