বাগেরহাটের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরচাপা পড়ে সামিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দু’জন।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে ঝড়ের সময় বসতঘরের উপর গাছ পড়ে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী সামিয়া রামপাল উপজেলার দর্পনারায়নপুর গ্রামের বাবুল শেখের মেয়ে। সে উপজেলার উজলকুর ইউনিয়নের ভরসাপুর গ্রামের দুলাভাই আব্দুর রাজ্জাক এর বাড়িতে বেড়াতে এসেছিল।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ঘূর্ণিঝড় বুলবলের আঘাতে সামিয়া নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় সে বসতঘরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় দু’জন আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড়ে নিহত কিশোরীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা দেয়া হবে।