আজ কি জামিন পাবেন খালেদা জিয়া?

রাজনীতি বাংলাদেশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ সোমবার (১৪ অক্টোবর) আবারো বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এবার এ মামলায় জামিন পাবেন বলেও আশা প্রকাশ করেছেন তারা।

দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন সাজা দিয়েছে এবং তা আইনিভাবেই মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না।

দেড় মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে দেশের সর্বোচ্চ আদালত। সবদিক বিবেচনায় নিয়ে সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে আবারও জামিন আবেদন করার কথা জানিয়েছেন খালেদা জিয়ারআইনজীবীরা।

তারা জানান, বেগম জিয়া মারাত্মক অসুস্থ। এবার জামিন পাবেন বলেও প্রত্যাশা তাদের।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা আদালতের কাছে খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে যাব আবার।

দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জামিনের বিরোধিতা আইনিভাবে করা হবে। এক্ষেত্রে কোনো সহানুভূতির সুযোগ নেই।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত মামলার ধরণ, সাজার সময় এসবের ওপর নির্ভর করে জামিন দেন। কোনো চিকিৎসক আমাকে জানাননি, যে তার অবস্থা খুবই ভয়ংকর।

এর আগেও এ মামলায় দুইবার বেগম জিয়ার জামিন আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আপিল বিভাগে না গিয়ে পুনরায় আবার হাইকোর্টে জামিন আবেদন করা নিয়ে তাই কৌতুহল সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *