অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ থিম সং। শনিবার (২৫ মে) বিসিবি মিডিয়া রুমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই থিম সং প্রকাশ করা হয়।
বিসিবি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিলিভারের উদ্যোগে এবারের থিম সং’টি প্রকাশিত হয়েছে। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন “নেমেসিস” ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় বাংলাদেশ দল। এ সময় সবার দোয়া চেয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিসিবি বলছে, থিম সংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে, বিশ্বকাপজুড়ে টাইগারদের পাশে আছে গোটা বাংলাদেশ। এবারে বাংলাদেশের বিশ্বকাপ স্লোগান, “খেলবে টাইগার, জিতবে টাইগার”।সূূূূত্র সময়টিভি