ধর্মঘটে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা

খেলাধুলা

ঠিকভাবে চলছে না দেশের ক্রিকেট। বিপিএলে পারিশ্রমিক কমছে ক্রিকেটারদের! চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তাদের ম্যাচ ফি বাড়েনি! অন্য সুযোগ-সুবিধাও পাচ্ছেন না তারা! সবকিছু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর প্রতিবাদে সোচ্চার জাতীয় দলের ক্রিকেটাররা। তাতে সম্মতি দিয়েছেন ঘরোয়া ক্রিকেটাররাও। দাবি আদায়ে সোমবার বিকালে তারা সংবাদ সম্মেলন করতে পারেন বলে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি ধর্মঘটেও যেতে পারেন টাইগাররা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি প্রথা বিলুপ্ত করে দিয়েছে বিসিবি। ফলে পেশাদার ক্রিকেটারদের রোজগার কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের পারিশ্রমিক কমেছে। এবারের এনসিএলে খেলোয়াড়দের প্রারিশ্রমিকসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেয় বোর্ড। তবে সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

স্বভাবতই ক্ষুব্ধ বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। এসবের প্রতিবাদে দুপুরে বিসিবিতে এসে জমায়েত হবেন তারা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানাবেন খেলোয়াড়রা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন তারা।

সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, লিটন থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দিচ্ছেন এ প্রতিবাদে। মাশরাফি বিন মুর্তজাও যোগ দিতে পারেন।সূত্রে: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *