
১৪ মে ২০২০ বৃহস্পতিবার দুপুরে, দাউদকান্দি উপজেলা প্রশাসনের সাথে বাজার ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ পোশাক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।বৈঠকে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কয়েকদিনের জন্য পোশাক ব্যবসায়ীদের দাবি ‘দোকান খোলে’ দেওয়ার দাবিটি ছিলো মূখ্য।বাজার ব্যবসায়ী সংগঠনের নেতা কামরুজ্জামান শাহীন বলেন,” এ বিষয়ে আজকে জরুরি ভিত্তিতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। বিষয়টি করোনা আপদকালীন সময়কে প্রাধান্য দিয়ে আগামী ২/৩ দিন পর যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে তিনি আরো বলেন,করোনার কারণে বাজার ব্যবসায়ীরা খুব আর্থিক সংকটে আছে। তাই মানবিক বিষয়ে সর্বাধিক বিবেচনায় ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত উপনীত হওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল ইসলাম খান,সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ,বাজার কমিটি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শাহীনসহ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।