দৈনিক আজকের মেঘনা ডট কম লিটন সরকার বাদল,
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর( অব.) মোহাম্মদ আলী সুমনের পি.আর.ও(পাবলিক রিলেশন অফিসার ) হিসাবে নিয়োগ পেলেন, দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার তুজারভাঙা গ্রামের শওকত ওসমানের পুত্র মোঃ সানী হাসান। এব্যপারে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, মো: সানী হাসান, আমার পি.আর.ও(পাবলিক রিলেশন অফিসার ) হিসাবে নিয়োগ দিয়েছি, অনেক পরিশ্রমীক বিনয়ী সভাবের একজন দায়িত্ববান ছেলে।
আশা করি তার দায়িত্বে সবসময় অবিচল থাকবে। সানী হাসান বলেন, দীর্ঘ কয়েকটি বছর মোহাম্মদ আলী সুমন স্যারের কাছাকাছি থেকে, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া এমপি আদর্শের সৈনিক হিসেবে কাজ করেছি। আল্লাহর অশেষ রহমতে জীবনের চেষ্টা দিয়ে আমার দায়িত্ব সৎ ভবে পালনের চেষ্টা করবো, সবাই আমার জন্যে দোয়া করবেন।