দাউদকান্দিতে ১৩ পরিবারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

জাতীয় দাউদকান্দি উপজেলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে ৬ পরিবার ও ৪ এপ্রিল রাতে মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে ৭ পরিবারসহ ১৩ পরিবারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন । ৫ এপ্রিল রবিবার রাত ৯ টায় ভেলানগর গ্রামের এক ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের লক্ষণ উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে সেই বাড়ির ৬ টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান । এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ( অব.) সুমন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন,আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর উপস্থিত ছিলেন। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিম উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *