দাউদকান্দি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাঈম ইউসুফ সেইনের সমর্থনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বুধবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে দাউদকান্দি পৌর সদরের বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে তিনি নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার,উপজেলা আ.লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল,সাংগঠনিক সম্পাদক সাত্তার তালুকদার , জাকির নেওয়াজ সোহেল,আসলাম চেয়ারম্যান,ভিপি সালাউদ্দিন রিপন,সাবেক জিএস সুমন সরকার,সেচ্ছাসেবকলীগের নেতা মনির হোসেন সাঈদ, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আপন মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইঞ্চিনিয়ার কামরুল হাসানসহ আরও অনেক।