দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার।

দাউদকান্দি উপজেলা

১২ জুলাই ২০২০ রবিবার, রাতে দাউদকান্দি পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম মাইজপাড়া খিলাইল ফেক্টরীর ১ ০০ গজ দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, সাব- ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া খিলাইল ফেক্টরীর ১০০ গজ দক্ষিণে ওয়ারিশ মোল্লার খালি জায়গায় ৭/৮ জন ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন গোপন সংবাদের বৃত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র সমবেত ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভার ও হেলপারদের সহায়তায় ডাকাতদেরকে ঘেরাও করে ডাকাত মোঃ কবির টোকাই কবির সাগর(২৫) ও ডাকাত নূর আলম (১৯) কে গ্রেফতার করলেও বাকীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহারিত ১ টি রাম দা, ২ টি (চাপাতি) স্টিলের দামা, ১ টি স্টিলের গ্যাস পাইপ, ১ টি লোহার রড উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুজারভাঙ্গা গ্রামের বাদামবাড়ীর সাবনীর বাড়ির ভাড়াটিয়া, মোঃ হানিফ মিয়ার পুত্র মোঃ কবির টোকাই কবির সাগর(২৫), একই থানার দৌলতপুর গ্রামের চকেরবাড়ি মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র নূর আলম (১৯)।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের পর আসামি কে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *