লিটন সরকার বাদল,
২২ নভেম্বর ১৯ ইং শুক্রবার, কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণনগর সেবা সংঘের উদ্যোগে জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার আয়োজনে উপজেলার দক্ষিণনগর লোকনাথ মন্দিরে গীতা স্কুল উদ্বোধন, গীতা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদল,
অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার উপদেষ্টা উৎপলেন্দু দাস।
বাবু নারায়ণ বণিকের সভাপতিত্বে,প্রধান আলোচকের বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার সভাপতি সৃজন পোদ্দার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাগো হিন্দু পরিষদ উপদেষ্টা রিপন দেবানাথ, সাবেক প্রভাষক বাউশিয়া ডিগ্রী কলেজ প্রদীপ সাহা,ইসকন নামহট্ট গৌরীপুর চিন্তামণি দাস, ইসকন নামহট্ট কুমিল্লা স্বরাট মাধব দাস। বক্তব্য রাখেন, লোকনাথ সেবা সংঘ উপদেষ্টা
গোবিন্দ লাল, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক তুষার ঘোষ,ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধান পরিচালক গীতা নিকেতন আশিক দাস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ দাউদকান্দি শাখার সহ- সাংগঠনিক সম্পাদক তাপস অধিকারী,
আলোচনা শেষে ৩০ জন শিক্ষার্থী শিশুকে গীতা বিতরণ করা হয়।
সঞ্চালনা করেন, রবি সাহা, দপ্তর সম্পাদক জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।