দাউদকান্দিতে করোনা সচেতনতায় হাইওয়ে পুলিশের ওসি’র অভিযান অব্যাহত।

জাতীয় দাউদকান্দি উপজেলা

৫ এপ্রিল, ২০২০ রবিবার, করোনা ভাইরাসে পরিবহন নিষেধাজ্ঞা আইন অমান্যকারী চালক-যাত্রীদের সচেতন করতে অভিযানে সড়কে নেমেছেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন ।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে হাইওয়ে পুলিশকে অভিযান পরিচালনা করতে দেখা যায়। ফাঁকা রাস্তায় কোন ধরণের পরিবহণের সুযোগ না থাকায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী বেশির আশায় ছোট ছোট পিকআপ ও মাইক্রোবাসে যাত্রী বহন করে। এর ফলে হাইওয়ে পুলিশ অভিযানে নেমে তাৎক্ষণিক সর্তক করে দেন পরিবহনে চালক ও যাত্রীদের ।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে কোন ধরণের পরিবহণের সুযোগ না থাকায় অসাধু কিছু চালক মাইক্রোবাস , পিকআপে যাত্রী বহন করে তাই আমরা প্রাথমিক ভাবে চালক ও হেলপারকে সর্তক করে দিচ্ছি, পরবর্তীতে আইন অমান্যকারী চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সার্জেন্ট আলমগীর হোসেন সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *