২৯ আগষ্ট ২০২০ শনিবার, দাউদকান্দি উপজেলা হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের আবুল কালাম হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাজ্জাদ মিয়া কে গ্রেফতার করে মডেল থানার পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস কাউন্টারের সামনে থেকে হত্যা মামলার তদন্তকারী অফিসার সাব- ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ মোবারক হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাজ্জাদ মিয়া (২৪) কে গ্রেফতার।
গ্রেফতার ব্যাক্তি হলেন,দাউদকান্দি থানার কুমিল্লা জেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের মৃত মোঃ জামান মিয়ার পুত্র মোঃ সাজ্জাদ মিয়া।
উল্লেখ্য গত ৩০ জুলাই ২০২০, দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটি কান্দি গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে ১৫/২০ জনের একটি দল বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত্যু গিয়াস উদ্দিনের মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৮) কে ঘর থেকে বাহিরে এনে নিজ উঠানে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
৩১ জুলাই ২০২৯ নিহতের বড় ভাই ইসমাইল বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।