চুয়াডাঙ্গা জেলার দর্শনা প্রেসক্লাবে জেলা পুলিশের কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা স্বারক প্রদান ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ,দর্শনা থানার ওসি তদন্ত শেখ মাহবুব ও সার্জেন্ট শ্রী মৃত্যঞ্জয় বাংলাদেশ পুলিশের আইজি ব্যাচে ভূূসিত হওয়ায় ও দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল জেলায় ৪ বার শ্রেষ্ঠ ওসি ভূসিত হওয়ায় তাদের কে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকার সময় দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র জনাব মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সেক্রেটারি আওয়াল হোসেন, মাই টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, মেহেরপুর প্রতিদিন পত্রিকার আহসান হাবীব মামুন, হানিফ মন্ডল,মনিরুজ্জামান সুমন,আব্দুর রহমান,বাধন,মাসুম বিল্লাল,মেহেদী হাসান,ওয়াসিম রয়েল, চ্যানেল এস চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক বাদল, ফরহাদ হোসেন সহ দর্শনা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।