দর্শনার কৃষিতে নিরব বিপ্লবের কারিগর ও বৃক্ষ প্রেমিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব।

চুয়াডাঙ্গা খুলনা বিভাগ

চুয়াডাঙ্গা জেলার দর্শনার কৃতিসন্তান উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব একের পর এক অবদান রেখে চলেছেন কৃষি ক্ষেত্রে । জানা গেছে ২০১৪ সালে দর্শনার হঠাৎপাড়া রেলগেট থেকে শান্তি পাড়ার সুগন্ধা মাঠ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় নিজ খরচে লেবু গাছ রোপন করেছেন। জানাগেছে তিনি ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত এই বৃক্ষরোপনের কাজে সহযোগিতা করে আসছেন।  দুই কিলোমিটার রাস্তায় আনুমানিক ৪০০ কাগজি লেবু তিনি লাগিয়েছেন। উন্মুক্ত ভাবে এলাকাবাসী ৪০০ গাছের লেবু উপভোগ করছেন। এই ৪০০ লেবু গাছ লাগিয়ে তিনি দর্শনার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মহৎ কাজ করার জন্য দর্শনা বাসী উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লবকে অনেক সাধুবাদ জানিয়েছেন। রবিউল কবির পল্লব উপ সহকারী কৃষি কর্মকর্তা বর্তমানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় কর্মরত আছেন। সেখানেও তিনি কমলা চাষ,  লেবু চাষ, ড্রাগন ফল  চাষ, পেয়ারা চাষ সহ বিভিন্ন নতুন নতুন চাষ পদ্ধতিতে চাষীদের সহযোগিতা করেছেন এবং তাদেরকে সফল হতে সাহায্য করেছেন। তার সহযোগিতায় চাষবাস করে অনেক চাষী নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে গিয়েছেন এবং ওই সকল চাষির কাছে দৃষ্টান্ত লাভ করেছেন এই উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব। যার ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমলা চাষের উপর একটি স্মারক ক্রেস্ট গত ২১ আগস্ট ঝিনেদাহ জেলার ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট প্রদান করেন। সবশেষে এই কৃষি উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব বলেন ভবিষ্যতে সকলের দোয়ায় আমি আরো ফলের গাছ রোপণ করতে চাই এবং কৃষি ক্ষেত্রে নতুন কিছু করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *