চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি অমান্য করায় আগামীকাল শুক্রবার সকাল থেকে জেলার সকল মার্কেট- শপিংমল বন্ধ ঘোষণা।-জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা।

খুলনা বিভাগ চুয়াডাঙ্গা
স্বাস্থ্যবিধি অমান্য করায় চুয়াডাঙ্গা জেলায় সব প্রকার মার্কেট-শপিং মল ও বিপণীবিতান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৫ মে) সকাল থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানায়, ১৫টি সরকারি নির্দেশনা দিয়ে সীমিত পরিসরে  ঈদ বাজারের জন্য গত ১০ মে থেকে জেলার মাকের্ট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু খুলে দেওয়ার প্রথম দিন থেকেই নির্দেশনা মানতে অনীহা দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। তাই খুলে দেয়ার পাঁচদিন পর থেকে আবারো এসব মার্কেট বিপনীবিতানগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন  বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাজার মনিটরিং কমিটির সভার আহ্বান করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যবিধি অমান্য ও করোনার গুচ্ছ সংক্রমণের আশঙ্কা থেকে জেলার সব ধরনের মার্কেট দোকানপাট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *