তিতাসে সরকারী কালভাট বন্ধ করে মাছ চাষ ৮ শ একর ফসলী জমি পানিতে ডুবে গিয়াছে।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন মাছিমপুর থেকে খাঁনে বাড়ির সড়কের কালাচাঁন কান্দি অংশে সরকারী কালভাট বন্ধ করে দিয়েছে কালচান কান্দির ভাই ভাই মৎস প্রজেক্টের সব সদস্যরা। সরজমিনে গিয়ে জানা যায় কলাকান্দি,মির বহরী, আফজল কান্দি, আলির চর, খানে বাড়ী উত্তর, মানিক নগর করেকটি গ্রামের বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাছিমপুর থেকে খানে বাড়ী সড়কের কালাচান কান্দি সড়কের অংশে একটি কালভাট ছিল। সে কালভাট টি বন্ধ করে মাছ চাষ করেছে ভাই ভাই মৎস প্রজেক্টের সকল সদস্যরা। যার কারনে ৮ শ বিঘা ফসলী জমি পানিতে তলীয়ে গিয়াছে। মৌসুমী সবজী চাষীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এমন কি একটি অসহায় পরিবারের পেঁপে গাছ,আমড়াগছ,সবজি বাগান, সহ বিভিন্ন ফলের গাছ পানির কারণে মরে গিয়েছে।কালভাটটি বন্ধের কারনে পানি বেড়ে যাওয়ায় কালভাটের আশে পাশে লিক হয়ে পানি নিষ্কাশন হচ্ছে,দ্রুত ব্যাবস্থা না নিলে যে কোন সময় সরকারী সড়কটি ভেঙ্গে যেতে পারে। ঐ এলাকার মৌসুমী কৃষক রা এ কালভাট এর মাধ্যমে পানি নিষ্কাশন চায়। এবিষয়ে কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার টেলিফোনে সাংবাদিকদের বলেন এটি ব্যাক্তিগত জায়গা। জায়গার মালিক বন্ধ করে দিলে কিছু করার নেই।তাছাড়া কলাকান্দির তারা সরকারী খাস ভরাট করে ফেলেছে যার কারনে পানি নিষ্কাশ হচ্ছে না।সড়কের লিক হয়ে পানি নিষ্কাশনের বিষয়ে বললে তিনি বললেন আমি এখন এলাকায় নেই বাড়ীতে এসে বিষয়টি দেখে ব্যাবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *