মোঃ বিল্লালমোল্লা তিতাসঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলা শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০ গতকাল ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বিএনপির ২৭ জন কাউন্সিলর এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রর্থীদের ভোট প্রদান করেন। সকাল ১১টা থেকে বিকেল ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সুপার সিক্স নেতা নির্বাচিত হয়েছেন। (১) সভাপতি পদে সালাউদ্দিন সরকার (২) সিনিয়র সহ-সভাপতি পদে হাজী আলী হোসেন মোল্লা (৩) সাধারণ সম্পাদক পদে মো. ওসমান গনি ভূইয়া (৪) যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মুন্সি (৫) সাংগঠনিক সম্পাদক-১ মো. জহিরুল ইসলাম জাদ মোল্লা (৬) সাংগঠনিক সম্পাদক-২ মো. কাজী কবির হোসেন সেন্টু।
এ সম্মেলনে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসাস মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীমকোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. এমদাদ হোসেন আখন্দ।
আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মুকবুল হোসেন, সদস্য ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, মো. সেলিম মোল্লা ও বিল্লাল হোসেন মোল্লা।