ঢাকায় তিন হাসপাতালে পানির হাহাকার

ঢাকা বিভাগ বাংলাদেশ

রাজধানীর তিনটি নামকরা হাসপাতালে পানির জন্য চলছে হাহাকার। পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল ও জাতীয় মানসিক হাসপাতাল এই তিন জায়গাতেই পানির অভাবে পড়েছে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়াসার পানি লাইন বিকল হয়ে যাওয়াতেই মূলত এই পানি সমস্যা দেখা গেছে।

 

গত মঙ্গলবার মধ্যরাত থেকে পঙ্গু হাসপাতালে পানি নেই। আর অনেক দরিদ্র রোগী আছে যাদের পানি কিনে আনারও সামর্থ্যও নেই। এ বিষয়ে পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল গনি মোল্লা বুধবার মুঠোফোনে বলেন, ‘পানি না থাকায় হাসপাতাল পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। এমনকি ওটিতে (অস্ত্রোপচার কক্ষ) যে পানির প্রয়োজন হয়, তা মেটাতে গাড়িতে করে পানি আনতে হয়েছে।’

আরো পড়ুন:  রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানের বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

পঙ্গু হাসপাতালের পেছনে ঢাকা ওয়াসার একটি পাম্প আছে। ওই পাম্প থেকে প্রতি মিনিটে ৩ হাজার লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পহাউস থেকে পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল ও জাতীয় মানসিক হাসপাতালে পানি সরবরাহ করা হয়।

জানা গেছে, এক সপ্তাহ আগে ওয়াসার এই পাম্প নষ্ট হয়ে যায়। তখন এটি মেরামত করা হয়। তবে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পাম্পটি আবার বিকল হয়ে পড়ে। এতে তিনটি হাসপাতালে পানির জন্য হাহাকার পড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমি জানি না, তবে খোঁজ নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন ১৬১৬২ নম্বরে অভিযোগ করতে।’ হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ না করলে কি ওয়াসা সমস্যাটির সমাধান করবে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তবু সমাধান করা হবে। এখানে অভিযোগ করলে তার রেকর্ড থাকে।’

এদিকে ওয়াসার পাম্পহাউসে গিয়ে জানা যায়, গতকাল সারা দিন ঢাকা ওয়াসার কর্মীরা বিকল যন্ত্র মেরামতের চেষ্টা চালান। দুপুরে শনাক্ত হয় যে যন্ত্রটি পুরোটাই নষ্ট হয়ে গেছে। ওয়াসার পাম্প অপারেটর আবদুল হাকিম বলেন, ‘ওয়াসার কর্মীরা দ্রুত যন্ত্রটি পরিবর্তন করার চেষ্টা করছেন। আশা করছি আজকের মধ্যেই পানি সরবরাহ আবার চালু করতে পারব।’ সূত্রে: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *