ডিসি গোল্ড কাপ আঞ্চলিক ফাইনালে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ন।

দাউদকান্দি উপজেলা

 

লিটন সরকার বাদল,
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুনার্মেন্ট আঞ্চলিক ফাইনালে চান্দিনা উপজেলাকে হারিয়ে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ।

৩১ ডিসেম্বর মঙ্গলবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আজিজিয়া মাঠে ট্রাইবেকারের মাধ্যমে ০-৩ গোলে চান্দিনা উপজেলা একাদশকে হারিয়ে দাউদকান্দি উপজেলা একাদশ জয়লাভ করে । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১ ( দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।

এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বাকসী, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেন্যু কমিশনার বাদল খন্দকার, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মোল্লা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর, দাউদকান্দি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, চান্দিনা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌতম শ্যামল, তিতাস ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, গৌরীপুর স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান হেলেন, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন । খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপের মাঝে ট্রফি প্রধান করেন । সেরা খোলোয়ারের পুরষ্কার পেয়েছেন দাউদকান্দি উপজেলা একাদশের গোলরক্ষক মো: মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *