জবির বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। 

শিক্ষা ও সাহিত্য
ইমরান হুসাইন, জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১১ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হলো নানা আয়োজনের মধ্য দিয়ে।
“ভালোবাসি এক স্বপ্নে,ভালোবাসি এক ঐশ্বর্যে” এই স্লোগানে “স্বরবর্ণ”-১১ এর শিক্ষা সমাপনী ২০১৯, শিক্ষাবর্ষ(২০১৫-২০১৬) শিক্ষার্থীদের উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড.আরজুমন্দ আরা বানু।এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও  উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সকল শিক্ষার্থীগন।
উক্ত অনুষ্টানের আলোচনা পর্ব শেষে সাংস্কৃতি অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি দিয়ে শুরু করেন বাংলা বিভাগের সমাপনী শিক্ষার্থী স্বর্নালী ও রাফি।পরবর্তীতে গান,নাচ এবং অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরবর্তীতে তারা সকলে একসাথে ফ্লাশ মুবি,রং মাখামাখি ও টিশার্টে বিভিন্ন রকম স্মৃতি রেখে আনন্দ উল্লাসের সহিত তাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.