গোপালগঞ্জ প্রতিনিধি: পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পাখির অভয়াশ্রম তৈরি করতেই তার এ মহৎ উদ্যোগ। জেলা প্রশাসক অফিস ভবন ও বাসার আশপাশ এলাকার ফলদ গাছে পাখির বাসা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন এডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, আগের মতো শহর ও গ্রাম এলাকায় পাখি দেখা যায়না। বিভিন্ন সময় শিকারিরা পাখি ধরায় দিন দিন দেশীয় প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই ফলদ গাছে মাটির হাঁড়ির বাসা স্থাপন করা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত পর্যায়ক্রমে মাটির বাসা স্থাপন করা হবে। যাতে ঝড়-বৃষ্টির সময় পাখিরা নিরাপদ বাসা পায়। এতে আগের মতো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে শহর ও গ্রাম।