গজারিয়ায় মহিলা আ’লীগের নেত্রী’র ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ।

দাউদকান্দি উপজেলা

করোনাভাইরাস জনিত রোগে প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে দেশব্যাপী চলমান পরিস্থিতিতে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন অসহায় দুস্থ,দরিদ্র মানুষদের কথা ভেবে গজারিয়া মহিলা আ’লীগের নেত্রী জাহানারা বেগম সেফু ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ টাকা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন।

শনিবার (০৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ভবেরচর ইউনিয়নে ২নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে অসহায় মানুষের মাঝে এ খাদ্যদ্রব্য ও নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় খাদ্যদ্রব্য ও নগদ টাকা পেয়ে অসহায় এক বৃদ্ধ বলেন, করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশনার পর কোথাও যেতে পারছেন না তারা। ঘরে খাবারও ফুরিয়ে গেছে। ঠিক এমন সময় মহিলা আ’লীগের নেত্রী জাহানারা বেগম সেফু আপা যে পাশে এসে দাঁড়ালেন। এর মাধ্যমে কয়েকদিন তো খাবারের ব্যবস্থা হলো। এতে আমরা খুব খুশি। সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

মহিলা আ’লীগের নেত্রী জাহানারা বেগম সেফু জানান, বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজ কঠিন সময় পার করছে। সব জায়গার মতো গজারিয়ার যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর, নিন্ম আয়ের মানুষ কাজ করতে পারছেন না। এই সংকট মোকাবিলায় আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *