দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
গজারিয়ায় অটো রিক্সার চালক আব্দুর রাজ্জাক মিয়ার(১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬জুন) সকালে গজারিয়া ইউনিয়নের বালুচর এলাকা সংলগ্ন মেঘনা নদীর কুল থেকে বালু খুড়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুর রাজ্জাক গজারিয়া উপজেলার দৌলতপুর তিনআনি গ্রামের হায়দার আলী মিয়ার ছোট ছেলে। দীর্ঘ দিন ধরে মুন্সিগঞ্জ সদর উপজেলার টি এন্ড টি কার্যলয়ের পেছনে নানা আবদুল গণি মিয়ার বাড়িতে মায়ের সাথে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানান, সপ্তাহ খানেক আগে অটো রিক্সাসহ সদর উপজেলা থেকে আব্দুর রাজ্জাক নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর বালুচর এলাকা সংলগ্ন মেঘনা নদীর কুলে দূর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থল এসে বালু খুড়ে অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে বালু খুড়ে অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে।নিহত আব্দুর রাজ্জাকের ভাই আব্দুর রহমান ও পরিবারের অন্য সদস্যরা নিহত যুবকের পড়নের গেঞ্জি দেখে তারঁ মরদেহ সনাক্ত করে।