সঠিকভাবে যাকাত আদায় হলে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভবমুফতি –সুলতান মহিউদ্দীন

ইসলাম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দীন বলেছেন, ধনী-গরিব সবাই আল্লাহর বান্দা। ইসলাম সব শ্রেণী-পেশার মানুষের অধিকার দিয়েছে। সম্পদশালীদের মালের মধ্যে দরিদ্র-অসহায়দের হক রয়েছে।

সমাজের বিত্তবানরা যাকাতসহ ইসলামের সকল বিধি-বিধান মেনে চললেই এতিম-গরীব ও অসহায়দের অধিকার নিশ্চিত হবে। ইসলামী বিধান মতে ধনীরা গরিবের প্রাপ্য অধিকার যাকাত প্রদান না করায় এতিম ও অসহায়রা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সম্পদশালীরা দিন দিন সম্পদের পাহাড় গড়ছে আর গরিব-অসহায়রা দারিদ্রের কষাঘাতে দিন কাটাচ্ছে।

সঠিকভাবে যাকাত আদায় হলে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। বাংলাদেশে যে পরিমান সম্পদশালী রয়েছে তারা সঠিকভাবে যাকাত আদায় করলে এদেশ দারিদ্রের শূন্য কোটায় পৈাছে যাবে। আজ কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *