খুলনা .রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ।

বাংলাদেশ
আতিকুর রহমান টোটন, ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম শামসুল কাদের মিন্টু জানান, রোববার থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে। কেন্দ্রীয় সমিতির সিন্ধান্ত মোতাবেক পেট্রোল পাম্প মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরো জানান, মালিকরা ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘট ডেকেছে। এসময় জেলায় সকল প্রকার জ্বালানি তেল বিক্রয় ও উত্তোলন বন্ধ থাকবে।
দাবিগুলো হলো- জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭.৫%শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান-বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.