দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগী হুজুরের ৭০তম জন্ম বার্ষিকী পালন 

কুমিল্লা বাংলাদেশ

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর খানকায়ে মাহবুবীয়ায় দেওয়ানবাগী হুজুরের আশেকান ভক্তগন গতকাল মঙ্গলবার রাতে মিলাদ ও দুরুদ শরীফ পাঠের মধ্যে দিয়ে ৭০ তম জন্মবার্ষিকী পালন করা হয়।বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগী হুজুর ১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর রোজ বুধবার,বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুর গ্রামে জন্মগ্রহণ করেন।
দেওয়ানবাগী হুজুরের ধর্মীয় শিক্ষা সংস্কার নিয়ে ওই সময় উপস্থিত বক্তাগন বলেন- দেওয়ানবাগী হুজুরের ১৪টি সংস্কার’র মধ্যে কয়েকটি রাষ্ট্রীয় ভাবে বাস্তবায় করা হয়েছে।বর্তমান যুগে ফেইসবুকে যারা মিথ্যা তথ্য দিয়ে দেওয়ানবাগী হুজুরের নামে গুজব ছড়াচ্ছে তা উদ্দেশ্যে প্রনোদিত ভিত্তিহীন।
ফেইসবুকে ফ্যাক আইডির গুজবে কান না দিয়ে শান্তির ধর্মে বাস্তবতা যাচাই করে ধর্ম পালন করার আহবান করেন।
ওই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন’র আহবায়ক, সাংবাদিক, এ আর আহমেদ হোসাইন, জাতীয় দৈনিক একুশে সংবাদ ও সরেজমিন বার্তার উপজেলা প্রতিনিধি, এ আর রুহুল আমিন হাজারী, পূরবী ‘স’ মিলস’র মালিক মোঃ আব্দুল কাদের, দেবীদ্বার পৌর প্রশাসনের কর্মকর্তা মোঃ নাজীর হাজারী, মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা মোঃ শাহ আলম হাজারী, ডাঃ মোঃ ময়নাল, মোঃ আবুল খায়ের হাজারী, মোঃজাহের হাজারী প্রমুখ।
উপস্থিত আশেকে রাসূল জাকের বৃন্দুগন বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে কেক কেটেঁ তবারুক বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *