মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিবেদক :
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর সভার উদ্যোগে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সভার প্যানেল মেয়র -১ অলি উল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইভা আক্তার, সুরাইয়া আক্তার, কাউন্সিলর মোঃ মন্টু মিয়া, হারিছ মিয়া, সহিদ মিয়া, আজহার উদ্দিন লিটন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাশেমী রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, কুলিয়ারচর জেনারেল হাসপাতালের পরিচালক ঠিকাদার হাজী মোঃ আনিসুজ্জামান সোহেল, পরিচালক সৈয়দ রুমানুল হক সোহাগ, পৌর সভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোহাম্মদ আরীফুল ইসলাম ও মোঃ নাইমুজ্জামান নাঈম প্রমূখ।