নোয়াখালীর শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হলেন আব্দুল মোতালেব।

বাংলাদেশ

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত মোহাম্মদ আব্দুল মোতালেব। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর সরকার এই পদক প্রদান করেন। কোম্পানীগঞ্জের এই কর্মকর্তা শিক্ষক – শিক্ষার্থীদের নিকট স্বপ্নের ফেরিওয়ালা নামে পরিচিত।

নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মোতালেব সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নিয়োগের পর থেকে কর্তব্যনিষ্ঠা, সততা ও সুনামের সাথে এখনো কর্মরত আছেন।

তার উদ্ভাবনী উদ্যোগ কোম্পানীগঞ্জের প্রাথমিক শিক্ষায় ব্যাপক সাড়া মিলেছে। কোম্পানীগঞ্জের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকর্ষণীয় করণের পাশাপাশি চালু করেছেন, বন্ধু শেখ রাসেল কার্যক্রম, মাদার্স ক্লাব, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার, বন্ধু শিক্ষক, সেরা শিক্ষক, শেখ রাসেল বিতর্ক প্রতিযোগীতা, শেখ রাসেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, শেখ রাসেল মিনি লাইব্রেরী, বন্ধু শেখ রাসেল কক্ষ, মানবতার দেয়াল, সততার ষ্টোর সহ প্রত্যেকটিতে একাধিকবার হোমভিজিট, উঠান বৈঠক ও অভিভাবক / মা সমাবেশ করে অভিভাবক ও জনপ্রতিনিধিদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী এই কর্মকর্তা বহুমুখী প্রতিভার অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *