কুলিয়ারচরে ১ম জাতীয় বীমা দিবস উদযাপিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

“বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ম জাতীয় বীমা দিবস-২০২০ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, পপুলার লাইফ ইনসিওরেন্স কুলিয়ারচর শাখা ম্যানেজার আব্দুল হালিম, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কুলিয়ারচর শাখা ম্যানেজার মুরাদ হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু মোঃ শামসুদ্দৌলা হারুন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ সোলায়মান, উপজেলা তথ্য আপা (প্রকল্প) কর্মকর্তা মোছাঃ শিউলি, বীমা গ্রাহক, সাংবাদিক মোঃ নাইমুজ্জামান নাঈম, মোছাঃ শুভ্রা, ফারজানা আক্তার ও শাহীন সুলতানা সহ সরকারি কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ বিল্লাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *