শাহীন সুলতান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের ১নং কুলিয়ারচর সরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা সৈয়দ মোঃ জাকারিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২১নভেম্বর) দুপুরে ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত শ্রেষ্ট প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, কুলিয়ারচর উপজেলায় চলতি বছরের (২০১৯ সাল) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে আবারো বিদ্যালয়ের সুনাম ধরে রেখেছেন সৈয়দ মোঃ জাকারিয়া।
সোমবার (১২ নভেম্বর) উপজেলা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ মোঃ জাকারিয়াকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করা হয় বলে জানান উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পাঠদানে দক্ষতা, বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন, সহপাঠ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণসহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সৈয়দ মোঃ জাকারিয়াকে আবারো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়। এর আগে তিনি আরো ৪ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষ নির্বাচিত হয়েছিলেন।
সৈয়দ মোঃ জাকারিয়া ১৯৮৭ সালে উপজেলার সেমাইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি বদলী হয়ে ৪১নং কুলিয়ারচর বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে ওই বিদ্যালয় থেকে ২০০৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন। এর পর তিনি ২০০৫ সালে পদোন্নতি পেয়ে বদলী হয়ে ১নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর সুনামের সাথে শিক্ষকতা করে পর পর ৫ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
সৈয়দ মোঃ জাকারিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, তার বিদ্যালয়ের এসএমসিসহ অভিভাবকবৃন্দ, কুলিয়ারচর পৌরসভার যাছাই বাছাই কমিটির সকল সদস্যবৃন্দ এবং তাকে এ পর্যন্ত আসতে যে সকল বন্ধুবান্ধব সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি, জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা লাভের জন্য এবং ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য তিনি সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।