শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
“এইডস নির্মূলে প্রয়োজন জনগনের অংশগ্রহণ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষে রবিবার (১ডিসেম্বর) বিকালে উপজেলা সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে ক্লিনিক ম্যানেজার শামছুল আলমের নেতৃত্বে ক্লিনিকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের অগুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূণরায় ক্লিনিকের সামনে গিয়ে শেষ করে। র্যালিতে সূর্যের হাসি ক্লিনিক সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে ক্লিনিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।