শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আল-আমিনের জ্ঞান ফেরেনি ৪ দিনেও।
আহত যুবকের বড় ভাই উপজেলার পূর্ব আব্দুল্লাপুর গ্রামের মৃত আহাম্মদ মিয়ার ছেলে মোঃ মনির মিয়া অভিযোগ করে বলেন, গত ৭ ডিসেম্বর শনিবার দুপুর ২ টার দিকে তার ছোট ভাই আল-আমিন (১৮) গরু ক্রয় করার জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা সহ পিক-আপ গাড়ি নিয়ে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর বাজারে যাওযার পথে উপজেলার ডুমরাকান্দা রোডের জাফরাবাদ মোড় সংলগ্ন রাস্তায় আসার সাথে সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোঃ রায়হান মিয়া (২০), মোঃ জেনারেল মিয়া (৩৫), মুর্শিদ মিয়া (৫৫), রাব্বি মিয়া (২৪), জীবন মিয়া (১৯) ও জাফরাবাদ গ্রামের জামাল মিয়া (৪৫) সহ ৫/৬ জন লোক দেশীয় অস্ত্রাধী নিয়ে তাদের পিক-আপ গাড়ির গতিরোধ করে আল-আমিনের উপর হামলা করে মরধর করে। এ সময় প্রতিপক্ষ আল-আমিনের নিকট থাকা গরু ক্রয়ের ১ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সময় আল-আমিনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর রক্তাক্ত ও জ্ঞান হারা অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য আল-আমিনকে জ্ঞান হারা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর সোমবার আল-আমিনের বড় ভাই মোঃ মনির মিয়া বাদী হয়ে মোঃ রায়হান মিয়াকে প্রধান আসামী করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮।
৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আল-আমিনের জ্ঞান ফেরেনি।