” নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এ স্লোগান ও “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২০ উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এ সময় পুকুরের পানিতে ৫ হাজার পিচ শিং মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ হিসেবে ৫ জন চাষীর মধ্যে ৫ হাজার পিচ শিং মাছের পোনা বিতরণ করা হয়। পোনা মাছ অবমুক্তকরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ (মাস্টার), ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু মো. শামসুদ্দৌলা (হারুন), উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাকিবুর রহমান (রফিক), ক্ষেত্র সহকারী মো. রহুল আমীন ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মো. আবু বক্কর ছিদ্দিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, তার দপ্তরের উদ্যোগেজাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।