কুলিয়ারচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট, কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট, কুলিয়ারচর উপজেলা শাখার সহ-সভাপতি বায়েজিদ মিয়া সভাপতিত্বে উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন আহম্মেদ। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনিরুজ্জামান সহকারী শিক্ষক ভিটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ নুরুল আলম প্রধান শিক্ষক কুলিয়ারচর বাজার আদর্শ প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ মোঃ জাকারিয়া প্রধান শিক্ষক কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ হাবিবুল হক প্রধান শিক্ষক আলীআকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ শামীম উদ্দিন হানিফ প্রধান শিক্ষক ষোলরশি হাজী আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফিকুল ইসলাম সহকারী শিক্ষক উত্তর চর-কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মজিবুর রহমান সহকারী শিক্ষক মধ্য গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুর রউফ প্রধান শিক্ষক বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুহাম্মদ মাহ্ফুজুল হক প্রধান শিক্ষক বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় শিক্ষকবৃন্দ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অনুধাবন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের আজকের এই দিনে ( ৯ জানুয়ারি) তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকুরি জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ০৮/১০/১৭ তারিখের পরিপত্রের মাধ্যমে জরুরি ভিত্তিতে বিভাগওয়ারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে কার্যকর চাকুরিকালের ভিত্তিতে হিসাব না ধরে বিধিমালা-২০১৩ এর বিধি-৯ উপবিধি (১) এর ভুল ব্যাখ্যা দিয়ে বেআইনি ভাবে কার্যকর চাকুরি কালের তারিখের পরিবর্তে ১/১/১৩ (জাতীয়করণের) ধরে জ্যেষ্ঠতা তালিকা করার মৌখিক নির্দেশনা দিয়ে জাতীয়করণকৃত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই সময় বক্তারা আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থেকে জাতীয়করণকৃত শিক্ষকদের সমস্যাবলী যেমন জ্যেষ্ঠতা, পদোন্নতি ও টাইমস্কেল জটিলতা নিরসনে শিক্ষাবান্ধব সরকারের কর্ণধার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ ও নির্দেশনা কামনা করছি। উক্ত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন দশকাউনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *