বেশ কিছুদিন আগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বাজারস্থ লাল বাদশাহ’র একটি দোকান থেকে ৮ – ৯ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভ্যাকসিন ঔষধ চুরি হয়। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হওয়ার পর ঢাকা রেঞ্জ ও কিশোরগঞ্জ জেলার একাধিক শ্রেষ্ট পদক প্রাপ্ত অফিসার কুলিয়ারচর থানার সাহসী ও চৌকস এস আই আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কিছু ঔষধসহ চোরদের গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। তাদের জবানবন্দি মোতাবেক গত ১২জুলাই এস আই আবুল কালাম আজাদ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদী হইতে বিপুল পরিমান চোরাইমালামাল ঔষধ ও ভ্যাকসিন উদ্ধার করেন । গ্রেফতারকৃত চোর দলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্যাকসিন জাতীয় ঔষধের দোকান, গ্যাসের চুলার দোকান, ব্যাটারির দোকান, টিভি’র শোরুম, টায়ার টিউব এর দোকানের তালা কেটে ও ভেঙ্গে চুরি করাই তাদের একমাত্র পেশা। বাংলাদেশের বিভিন্ন জেলায় ও বিভিন্ন থানায় তাদের নামে প্রায় ১৯ টি মামলা হয়েছে। এসব মামলায় ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের পর এলাকায় এ ধরনের চূরি প্রায় বন্ধ রয়েছে।