মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিবেদক :
বিশ্ব বরেণ্য অলিয়ে কামেল হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (রহঃ) কান্দুলিয়া হুজুরের একমাত্র মেয়ের ঘরের বড় ছেলে ( হুজুর পাকের নাতি) ইব্রাহিম শাহ্ খলিলুল্লাহ (রহঃ) এর ৬৫ তম শুভ জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ৩ ডিসেম্বর উপজেলার ফরিদপুর ইব্রাহীম শাহ্ খলিলুল্লাহ’র বাড়িতে এক আনন্দগন পরিবেশে জাঁকজমক পরিবেশে কেক কাটার মধ্যদিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়। জন্মদিনে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহীম শাহ্ খলিলুল্লাহ’র বড় ছেলে শাহ্ আবুল বাশার ভূইয়া, ফরিদপুর মাজার শরীফের সেক্রেটারি জেনারেল মোঃ তারেক আজিজ খাঁন ইকবাল, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও হুজুরের আশেকান বক্তবৃন্দ।