কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৪০ জন গরীব ও অসহায়দের মাঝে খাবার প্যাকেট তুলে দিয়ে হাসি ফুটিয়েছে বে- সরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন। ” এক লক্ষ আহার এক হাসি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৩ আগষ্ট) দিনব্যাপী কুলিয়ারচর পৌর এলাকায় শক্তি ফাউন্ডেশন কুলিয়ারচর (০৩৩৬) শাখা’র উদ্যোগে ২৪০ জন গরীব ও অসহায়দের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে । পৌর এলাকার পূর্ব গাইলকাটা মাদ্রাসা, জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসা, রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবার প্যাকেট বিতরণ করেন, শক্তি ফাউন্ডেশন কুলিয়ারচর শাখা ম্যানেজার মো. শহীদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, সংস্থার সিনিয়র ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, একাউন্টস অফিসার তনয় কুমার সাহা, ক্রেডিট অফিসার মো. মানিক মিয়া, মো. কামাল হোসেন, মো. আলমগীর হোসেন ও হেলথ্ সার্ভিস অফিসার সৌরিন আক্তার নিপা প্রমূখ।