লিটন সরকার বাদল, কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৪০০ বোতল ফেন্সিডিলসহ মো.ইব্রাহিম ওরফে ইবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের আলেক হোসেনের ছেলে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ মো.শাখাওয়াত হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মো.শাখাওয়াত হোসেন জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আনোয়ারুল আজিম ও এসআই তপন কুমার বাকচীর নেতৃত্বে ডিবির একটি দল রোববার রাতে জেলার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা ভর্তি ৭টি বস্তার ভিতরে থাকা ১৪০০ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া মাদক নির্মুলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।