রাজুল ইসলাম, দৈনিক আজকের মেঘনা, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেট।
সিলেটের মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নস্থ রাইখাইল (মাঝিপাড়া) মোঃ এসাম রাহাত এর বসতঘর ডাকাতি করিয়া নগদ টাকা স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল নেওয়ার ঘটনায় রুজুকৃত মোগলাবাজার থানার মামলা নং-১৩, তারিখ-২৭/০৯/২০১৯খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী মোঃ জয়নাল আহাম্মেদ (৪৫), পিতা-মৃত আলতাফ আলী, সাং-তলবপুর, পোঃ ইসলামাবাদ, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমানে-কানিশাইল (বাসা নং-০২, রোড নং-০৪, আমিন এর বাসা, শামীমাবাদ, থানা-কোতয়ালী, জেলা-সিলেটকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ১৩/১০/২০১৯খ্রিঃ রাত ০৭:০০ ঘটিকায় এসএমপি, কোতয়ালী থানাধীন শামীমাবাদ হইতে গ্রেফতার করে অদ্য ১৪/১০/২০১৯খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তাহার বিরুদ্ধে ১। ছাতক থানার মামলা নং-৩৮, তারিখ-৩০/০৪/২০১৯খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এবং কোতয়ালী থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৭/২০১৭খ্রিঃ ধাারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A)/১৯(F) রহিয়াছে।