নরসিংদীর প্রতারক সোহেল রানা মাসুদের দিরুদ্ধে মেঘনার জহিরুল ইসলামের মামলা।

বাংলাদেশ
আজ থেকে প্রায় দুই বছর পূর্বে নরসিংদী জেলার মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামের সোহেল রানা মাসুদ কুমিল্লার মেঘনা উপজেলার বকশিকান্দি গ্রামের জহিরুল ইসলামের কাছ থেকে নকল ভুয়া ওয়েব সাইড খুলে নকল বিসা দেখিয়ে তার বাবা ও স্ত্রীর যোগ সাযোসে প্রায় বিশ লক্ষ টাকা আত্মসাৎ করে।

তাই টাকা আদায়ে উপায় অন্ত না দেখে তার বাবা আদম আলি ও স্ত্রী সেলিনা আক্তার সহ তার বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোর্টে ৪২০,৪০৬ ও ৫০৬ ধারা মোতাবেক জালিয়াতি মামলা দায়ের করেন।

মামলা নং ই সি ৭০/১৯ এবং এই মামলার কপি মালোসিয়ার ইমিগ্রেশনেও হস্তান্তরের প্রক্রিয়া চলছে যেহেতু সে বর্তমানে মালোয়শিয়া অবস্থানরত।তাকে মালোয়শিয়া হতে ইন্টারপুলের মাধ্যমে দেশে এনে আইনের আওতায় বিচার কার্য চালানো হবে বলেও আশ্বস্ত করেন বিজ্ঞ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *