লিটন সরকার বাদল,
১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার, করোনা প্রতিরোধে দাউদকান্দি মডেল থানায় প্রতিদিন সেবা নিতে আশা জনসাধারণের জন্য থানা কম্পনে স্হাপন করা হয়েছে হাত ধোয়ার বিশেষ ব্যবস্হা। যা করোনা প্রতিরোধে সহায়তা করবে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের করোনা প্রতিরোধ মহানুভবতা দেখে অনেকেই অভিনন্দন জানান।
দাউদকান্দি মডেল থানার ডিউটি অফিসার এস আই কাজী রাজিব জানান, অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশ থানায় সেবা নিতে আশা জনসাধারণকে স্বাস্হ্যগত নিরাপত্তার জন্য হ্যান্ডওয়াস দিয়ে হাত দুয়ে থানায় প্রবেশ করানো হয়। এতে করে করোনা প্রতিরোধে অনেক সচেতন হবে জনগন।