করোনায় আক্রান্ত পিজা ডেলিভারি ম্যান, আটকা ৭২ পরিবার

আন্তর্জাতিক

পিজা ডেলিভারি ম্যান করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৭২ পরিবারকে। কেননা গত ১৫ দিনে ওই ডেলিভারি ম্যান খাবার পৌঁছে দিয়েছে ৭২ পরিবারে।

জানা গেছে, ১২ এপ্রিল পর্যন্ত দিল্লিতে পিজা ডেলিভারি করেন ওই যুবক। গত ১৫ দিনে ওই যুবক খাবার পৌঁছে দিয়েছেন প্রায় ৭২ পরিবারের কাছে। ওই যুবক খাবার পৌঁছে দিয়েছে হজ খাস, মালভিয়া নগর ও সাবিত্রী নগরের মতো দিল্লির ব্যস্ততম জায়গায়। ১৯ বছরের ওই যুবক এখন আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত যুবকের কোনো ভ্রমণ ইতিহাস নেই। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে করোনা সংক্রামিত কোনো ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেয়ার সময় আক্রান্ত হয়েছেন তিনি।

এক বিবৃতিতে খাবার ডেলিভারি সংস্থা জোমেটো জানিয়েছে, আক্রান্ত ছেলেটি মালভিয়া নগরে অনেক জায়গায় খাবার পৌঁছে দিয়েছিল। সংস্থা জানত না যে ছেলেটি করোনা আক্রান্ত। যে রেস্টুরেন্ট থেকে ছেলেটি খাবার নিয়ে গিয়েছিল, ইতিমধ্যে সেটি বন্ধ করা হয়েছে।

‘করোনা সংক্রমণ যেকোনো ব্যক্তির হতে পারে। আমরা যখন একটি অত্যাবশকীয় পরিষেবার সঙ্গে যুক্ত আমাদের আইসোলেশনে থাকা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি করোনা আক্রান্ত যেনে কাজ চালিয়ে যাচ্ছে না।’ এমনটাই বিবৃতিতে জানিয়েছে জোমেটো।

 

মৃত্যু  ভাইরাস করোনা লকডাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *