এবার কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় ভরে দিলো ছাত্রলীগ।

কুমিল্লা দাউদকান্দি উপজেলা

করোনা কালে কৃষকের ধান পেকেছে।চরম শ্রমিক সংকটে ভুগছে কৃষক।এবার কৃষকের দুশ্চিন্তা লাগবে কৃষকের পাশে দাঁড়ালো পৌর ছাত্রলীগ ও হাসানপুর কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা।

পৌরসভার হাসানপুর গ্রামের কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েই শেষ নয়।ধান মাড়াই করে ধান দিলো গোলায় ভরে।
কৃষকের বুকে এক পরমশান্তি ও শ্রমিক সংকটের হতাশা দূর হয়েছে।ধান কৃষকের গোলায় ভরতে পেরে এদিকে কৃষকও বেজায় খুশি।

কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদত হোসেন ও পৌরসভা ছাত্রলীগ সভাপতি এর রাজীব মোল্লা বলেন,” দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান করোনাকালে বরাবরই একজন জনবান্ধন জনপ্রতিনিধির পরিচয় দিয়েছেন।উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নির্দেশে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। যেখানেই অসহায় কৃষকের শ্রমিক সংকটের সংবাদ পাবো আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *