হঠাৎ করেই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে প্লেব্যাক সম্রাট কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের। জনপ্রিয় এই গায়কের মৃত্যুর গুজবের বিষয়টি স্যোশাল প্ল্যাটফর্ম ইউটিউব কিছু অসাধু ব্যক্তি এই ভুয়া খবর ছড়িয়ে দেয়। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংগীত শিল্পীর মৃত্যুর খবরটি দ্রুত শেয়ার করেন যাচাই না করেই।
বিষয়টি নিয়ে শিল্পীর ঘনিষ্ঠজন ও শিষ্য মোমিন বিশ্বাস বলেন, এন্ড্রু কিশোর সুস্থ আছেন, ভালো আছেন।
মোমিন বিশ্বাস আরও বলেন, সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এখনো ভালো আছেন এন্ডু কিশোর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।
প্রসঙ্গত, ২০১৯ সালে এন্ড্রু কিশোরের ক্যান্সার ধরা পড়ে। পরে ক্যামোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন।