দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. এর নিদের্শে বালু ব্যাবসায়ীদের অর্থায়নে বলদাখাল- গোয়ালমারী – পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।
স্হানীয় সূত্রে জানা যায়, গতকয়েক দিন যাবত বলদাখাল গোয়ারমারী সড়কের পাশে বৃষ্টিতে গাড়ী চলাচলের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এর ফলে বিষয়টি দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. এর নজরে আসলে,তিনি সাধারণ জনগণের কথা চিন্তা করে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য স্হানীয় বালু ব্যবসায়ীদের নির্দেশ দেয়।
বালু ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব, সাহেবের নির্দেশে আমরা সকল বালু ব্যবসায়ীদের অর্থায়নে বলদাখাল -গোয়ালমারী সড়ক সংস্কার করছি, সরকারের পাশাপাশি আমাদের উদ্যোগে এই রাস্তা সংস্কার অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বালু ব্যাবসায়ী মোঃ জানে আলম,মোঃ নাজমুল মুন্সি, মোঃ কাউছার আলম,মোঃ মাহাবুব সরকার, মোঃ সুমন মুন্সি, মোঃ সামছুদ্দিন, নাহমুল হোসেন,দিপু, মোঃ আক্তার হোসেন -১ আক্তার হোসেন -২ মোঃ জামাল হোসেন মোল্লাসহ আরো অনেকে।